Banglar Chokh | বাংলার চোখ

ডন থ্রিতে বড় চমক!

 বিনোদন ডেস্ক 

প্রকাশিত: ২২:১৭, ২০ মে ২০২৩

ডন থ্রিতে বড় চমক!

ছবি-সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সিনেমা ডন থ্রি থেকে সরে দাঁড়ালেন শাহরুখ খান। গুঞ্জন উঠেছে, জনপ্রিয় এ সিনেমায় ফাইনালি দেখা যাবে রণবীর সিংকে।
ডনের সিক্যুয়াল সিনেমাতে শাহরুখের অনুপস্থিতিতে ডনের চরিত্রে কে অভিনয় করতে চলেছেন, এমন প্রশ্নে বলি পাড়ার অনেক অভিনেতার নামই শোনা যাচ্ছিল। তবে সব অভিনেতাকে পেছনে ফেলে রণবীর সিংই নাকি চূড়ান্ত হয়েছেন।

ফারহান পরিচালিত ডন ৩-এর সিক্যুয়ালে শাহরুখ না থাকায় শাহরুখ ভক্তদের মন খারাপ হলেও রণবীর ভক্তরা খুশি হয়েছেন।

আরও পড়ুন: শুটিংয়ে চোট পেলেন সালমান খান

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এবং এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ফারহান আখতারের প্রথম পছন্দ ছিল শাহরুখ।

কিন্তু এ সিনেমার চিত্রনাট্য পছন্দ না হওয়ায় শাহরুখ কাজ করতে রাজি হননি। তাই দ্বিতীয় পছন্দ হিসেবে ফারহান রণবীর সিংকে চূড়ান্ত করেছেন।

খুব শিগগিরই এ সিনেমা প্রসঙ্গে নায়কের নাম ঘোষণা করবেন নির্মাতা। এরপরই দর্শকরা রুপালি পর্দায় ডন চরিত্রে দেখতে পারবেন অমিতাভ আর শাহরুখের পর রণবীর সিংকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়