Banglar Chokh | বাংলার চোখ

সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার কে  মিলানস্থ বৃহত্তর কুমিল্লাবাসী গণ সংবর্ধনা 

ইসমাইল হোসেন স্বপন ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ০৫:২১, ১৬ সেপ্টেম্বর ২০২২

সাংসদ  আ ক ম বাহাউদ্দিন বাহার কে  মিলানস্থ বৃহত্তর কুমিল্লাবাসী গণ সংবর্ধনা 

নিজস্ব ছবি

 ইতালির মিলানে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার কে গণ সংবর্ধনা দিয়েছে মিলানস্থ বৃহত্তর কুমিল্লাবাসী।

মিলানের স্থানীয় একটি হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের  দাবি কুমিল্লার নামেই বিভাগ চাই স্লোগানে মুখরিত হয়েছিল অনুষ্ঠান স্থল।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
 সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ হানিফ শিপন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন হাবিল খান ও শাহ আমানত উল্লাহ রাজু।
  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আবদুল মান্নান মালিথা,নাজমুল কবির জামান,আকরাম হোসেন, মফিজুর রহমান খোকন,খোরশেদ আলম,জামিল আহমেদ,চঞ্চল রহমান,মঞ্জুর হোসেন সাগর,অপু হোসাইন ,আরফান শিকদার, মামুন হাওলাদার,তারা মিয়া,জাছিম আহমেদ,ইব্রাহিম আলী,মুহিব উল্লাহ,লিটন মীর,মনসুর খালাসী, হাজী সেলিম, দুলাল আহমেদ ,সুমনুর রহমান,মাকসুদুর রহমান সহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন  মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগসহ, মিলানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিক বৃন্দ।প্রধান অতিথি সহ  সকল বক্তা কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জন্য  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়