Banglar Chokh | বাংলার চোখ

কোরআন প্রতিযোগীতার মাধ্যেমে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির একুশে উদযাপন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৩

কোরআন প্রতিযোগীতার মাধ্যেমে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির একুশে উদযাপন

নিজস্ব ছবি

অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির আয়োজনে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের নিয়ে পবিএ কুরআন তেলাওয়াত, শিশু কিশোর ও অভিভাবকদের নিয়ে ইসলামি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এই প্রথম সাংবাদিকগণের আয়োজনে ইতালির ভেনিস শহরে ১৯ শে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ১০টা বেজে ৩০ মিনিটে সকলের সুপরিচিত মেস্ত্রে অবস্থিত বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল এর পরিচালনায় এবং স্থানীয় অভিজ্ঞ আলেমগণের সমন্বয়ে চারজন বিচারকগণ যথাক্রমে হাফেজ আবদুস সালাম, মাওলানা আবদুল আজিজ, মাওলানা আনোয়ার হোসেন এবং হাফেজ মোহাম্মদ আবির এর মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় মোট ৫২ জন শিশু কিশোর প্রতিযোগীদের মধ্যে হিফজ গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে তায়েফ, আলভী, রিয়াদ। নাজেরান গ্রুপে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে আবিদ, আয়েশা, জান্নাত। ইসলামি কুইজ প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে যথাক্রমে মিলিসা, ফারাবি, দিয়ান এবং অভিভাবকদের জন্য ইসলামি কুইজ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে, ইমাম হোসেন, মশিউর রহমান, মামুন।

প্রতিযোগিতায় বিজয়ী সকল শিশু কিশোরদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিযোগীদের বিশেষ সান্তনা পুরস্কার এবং বিজয়ী তিন অভিভাবকদেরকে ও সকল বিচারকগণদের  বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।
উক্ত সকল পুরস্কার স্পনসর করেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম আনিস।
বাদ জোহর প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।এ সময় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান এবং উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আমিনুল হাজারী, সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমন, সহ সভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, সহ সভাপতি সোহানুর রহমান উজ্জল, সহ সভাপতি শাইখ আহমেদ, কোষাধ্যক্ষ জুম্মন অনিক, মহিলা সম্পাদিকা দিলরুবা জামান, রফিকুল ইসলাম সবুজ, অহিদুল ইসলাম, আরিফুজ্জামান এবং জিয়াউর রহমান খান সোহেল।

উল্লেখ্য, মসজিদের দোতলায় মহিলাদের  অবস্হানের জন্য ছিলো বিশেষ ব্যবস্থা।

প্রতিযোগীতার বিচারকগণ এবং স্থানীয় আলেমগণ বলেন, ইসলামে মাতৃভাষার বিশেষ গুরুত্ব আছে। আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা নিশ্চই আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পাবেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং ভেনিসের বাংলাদেশি সাংবাদিকদের এই উদ্যোগকে প্রবাসী শিশু কিশোরদের সঠিক পথে থাকার শিড়ি হিসাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করি।

কমিউনিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের এমন ব্যতিক্রম আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সাংবাদিকরা শুধু কলম যোদ্ধার ভূমিকাই রাখেন না, নিজেরাও সরাসরি অংশগ্রহণ করেন। 
তারা আগামী দিনে প্রেসক্লাবের সাথে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

পরিশেষে ইতালির বিভিন্ন শহর থেকে আগত রাজনৈতিক ও সামাজিক কমিউনিটির নেতৃবন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

ভেনিসের প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলম এর সার্বিক সহযোগিতায় উপস্থিত সকলের জন্য খাবারের সু-ব্যবস্থা করা হয় এবং পরিশেষে খাবার হিসেবে বিরিয়ানি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়