ছবি:সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও ২০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানের সময় হতাহতের এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় তিন ফিলিস্তিনি নিহত হন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে ২০ ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে পশ্চিম তীরে নিহত তিন জনের নাম এখনও জানা যায়নি।
এদিকে অবরুদ্ধ গাজায় নিহত ফিলিস্তিনির নাম ইউসেফ সালেম রাদওয়ান (২৫)। গাজার খান ইউনিসের পূর্বে ইসরাইলি বাহিনী তাকে গুলি করে বলে ফিলিস্তিনির গণমাধ্যমে জানানো হয়েছে।
তবে ইসরাইলি সামরিক বাহিনী গাজায় হত্যার বিষয়টি নিশ্চিত করেনি। তাদের দাবি, একদল দাঙ্গাকারী গাজা সীমান্তে জড়ো হয়েছিল এবং তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। ইসরাইলি বাহিনী , জেনিন শরণার্থী শিবিরে বিমান হামলার চালানোর পাশাপাশি সেখানে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র:আল জাজিরা