ছবি:সংগৃহীত
তুরস্কের রাজধানী আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হওয়ার পর দেশটির সেনাবাহিনী ইরাকি কুর্দিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে।
গতকাল রোববার (১ অক্টোবর) বোমা হামলার কয়েক ঘণ্টা পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান হামলার মাধ্যমে ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য কখনোই অর্জিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। খবর এএফপির।
এদিকে, তুরস্ক ও পশ্চিমাদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ঠাঁই করে নেওয়া কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ওই বোমা হামলার দায়িত্ব স্বীকার করে নিয়েছে। চার যুগ ধরে পিকেকে আঙ্কারার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে।
রোববার যে এলাকায় বোমা হামলা চালানো হয় সেখানে তুরস্কের পার্লামেন্ট ভবনসহ বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তর অবস্থিত। তবে প্রেসিডেন্ট এরদোয়ানের ভাষণের পর পরিকল্পনা অনুযায়ী পার্লামেন্ট ভবন খুলে দেওয়া হয়। ভাষণে এরদোয়ান বলেন, ‘খলনায়করা নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বিঘ্ন করতে তাদের লক্ষ্য কখনোই অর্জন করতে পারবে না।’
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা একটি বাণিজ্যিক যানে ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ৯টার দিকে মন্ত্রণালয়ের নিরাপত্তা দপ্তরের প্রবেশপথে বোমা হামলা চালায়। পরে মন্ত্রণালয়ের বাইরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া সাংবাদিকদের জানান, হামলাকারীদের একজন বোমা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। তবে অন্যজন আত্মঘাতী হামলা চালানোর আগেই নিরাপত্তাকর্মীরা সরাসরি তার মাথায় গুলি করে। এই হামলায় গোলাগুলিতে দুই পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়েছেন বলে জানান মন্ত্রী।
আঙ্কারার প্রসিকিউটর অফিস জানায়, বোমা বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে ও তদন্ত কাজ এগিয়ে চলছে। স্থানীয় গণমাধ্যমগুলোকে ঘটনাস্থলের ছবি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে, বার্তা সংস্থা এএনএফে পাঠানো এক বিবৃতিতে পিকেকে জানিয়েছে, ‘আত্মোৎসর্গ করে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হামলা চালানো হয়েছে।’
রোববার সন্ধ্যায় ইরাকি কুর্দিস্তানের এক কর্মকর্তা জানান তুরস্কের সেনাবাহিনীর বিমান ব্রাদোস্ত অঞ্চলে এবং বাদরান গ্রামে বোমা বর্ষণ করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও স্বীকার করেছে যে, ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে সংগঠনটিকে নিষ্ক্রিয় করতে আকাশপথে অভিযান চালানো হয়েছে। অভিযানে ‘সন্ত্রাসীদের’ ২০টি লক্ষ্যবস্তু ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
সূত্র:এএফপি