Banglar Chokh | বাংলার চোখ

ইউক্রেনের মাইকোলাইভে আঘাত হেনেছে রাশিয়ার ছোড়া ৭টি মিসাইল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৮, ২২ জুন ২০২২

ইউক্রেনের মাইকোলাইভে আঘাত হেনেছে রাশিয়ার ছোড়া ৭টি মিসাইল

ছবি : সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাশিয়ার ছোড়া সাতটি মিসাইল আঘাত হেনেছে। সেখানকার গভর্নর ভিটালি কিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে স্থানীয় মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ এই হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় একটি স্কুল ভবনসহ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ আরও জানান, হামলার কারণে বেশ কয়েকটি জায়গায় আগুন লেগে গেছে, বেশ কয়েকটি আবাসিক ও ব্যবসায়িক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে বন্দর নগরীটিতে ধোঁয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র:আল জাজিরা

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়