
ছবি-সংগৃহীত
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়তে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুক্রবার তিনি ডেমোক্রেট সমর্থকদের একটি সমাবেশে যোগ দেন তিনি। এসময় সেখান থেকে সমর্থকরা ‘আরও চার বছর’ বলে স্লোগান দিতে থাকে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আশা করা হচ্ছে না। খবর আরব নিউজের।
খবরে জানানো হয়, এদিন ‘ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির’ সঙ্গে বৈঠক করেন বাইডেন। এসময় যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করতে নিজের কৃতিত্বের দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন গত কয়েক দশকের মধ্যে পাবলিক ওয়ার্কস, স্বাস্থ্যসেবা এবং গ্রিন টেকনোলজিতে সবথেকে বেশি বিনিয়োগ করেছে। তিনি রিপাবলিকান চরমপন্থারও নিন্দা জানান। বলেন, রিপাবলিকানরা এখনও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ প্রচারণা নিয়ে বেশি মনোযোগী হয়ে আছে।
এরপরই ফিলাডেলফিয়ার বিশাল মঞ্চ থেকে বাইডেন সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারা কাকে ভোট দেবেন? এসময় সেখানে সারা দেশ থেকে আসা হাজারো ডেমোক্রেট সমর্থকরা ‘আরো চার বছর! আরো চার বছর!’ বলে স্লোগান দিতে থাকে।
বাইডেন এতে খুশি হয়ে বলেন, আমেরিকা আবারও ফিরে এসেছে এবং আমরা এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। তার এমন বক্তব্যকে মূলত পরবর্তী নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। যদিও এখনও ডেমক্রেটদের থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এরইমধ্যে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। যদিও রিপাবলিকান দল থেকে তাকে মনোনয়ন দেয়া হবে কিনা তা এখনও বুঝা যাচ্ছে না। বাইডেন অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দেয়া থামাননি। তিনি এখনও প্রায়ই ট্রাম্পকে টেনে আনছেন। সাম্প্রতিক সময়ে বাইডেনের বাসভবন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে এবং আরও নথির সন্ধান চলছে। এসব নথি তিনি যখন সিনেটর এবং ভাইস-প্রেসিডেন্ট ছিলেন সেই সময়কার। এই নথি বিতর্ক বাইডেনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণার পথে বড় বাধা হতে পারে।
সূত্র: আরব নিউজ