Banglar Chokh | বাংলার চোখ

জাতিসংঘে এক মিনিটের নীরবতা পালন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩

জাতিসংঘে এক মিনিটের নীরবতা পালন

লোগো

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ এক বিবৃতিতে বলেছেন, আমাদের টিম সেখানে দরকারি বিষয়গুলো নির্ধারণে কাজ করছে। একই সঙ্গে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, এই দুর্যোগে যে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করছি। এসব মানুষের অনেকেরই অবস্থা ভয়াবহ। তাদের খুব বেশি মানবিক সাহায্যের প্রয়োজন। ওইসব এলাকায় যাতায়াত খুব চ্যালেঞ্জের। 


ওদিকে জাতিসংঘের মানবিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক অফিস বলেছে, তাদের ইমার্জেন্সি টিম তুরস্ক ও সিরিয়ায় মোতায়েনের জন্য প্রস্তুত। টুইটারে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভয়াবহ ঠাণ্ডার মধ্যে তুরস্ক ও সিরিয়ায় প্রলংয়করী ভূমিধসে আমরা শোকাহত। আমাদের টিম ক্ষয়ক্ষতি পরিমাপ করছে। তাদেরকে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়