ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে ২ দিন ব্যাপি সাহিত্য ও বই মেলা। আজ রোববার সকালে জেলার বিভিন্ন স্থানের অর্ধশতাদিক কবি সাহিত্যিক লেখক ও নাট্যকারদের নিয়ে আয়োজিত ২ দিন ব্যাপি সাহিত্য ও বই মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির প্রধান অতিথি থেকে উত্তোলীয় পরিয়ে এবং ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ মেলায় জেলার বিভিন্ন স্থানের কবি সাহিত্যিক লেখক, নাট্যকার, ছড়াকার, প্রবদ্ধকার, আবৃত্তি শিল্পীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছড়া, নাটিকা, অভিনয়সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয়।