
কবিতাটি উৎসর্গঃ মরহুম তারেক মাহমুদ
সন্ধ্যা
ফয়সল নোই
জমিয়ে রেখেছি পরে দেখবো বলে ,
পরে দেখা হবে। আজ এই বিকেলের সোনালী মেঘের রঙ
তোমার কাছে পৌঁছে চলে যাবো।
মনে হয় মৃত্যুও কাম্য কিছু নয়, প্রাণের উত্তাপ ছেড়ে
চলে যাবে কেউ । আশাহীন অভিমানে
এমন কি হেমন্তের শিশিরও কিছু বলবে না ডেকে।
দীর্ঘশ্বাস মথিত এই উদ্যানে বিকেলে কে হেঁটে যায়
ঔষধি পদক্ষেপে বিষণ্ন প্রবীণ গাছের হেলে পড়া ছায়ায় !
ঘ্রাণে ঘ্রাণে পুষ্প হাসে । রূপের পাশে দুঃখি চন্দ্র ।
আলগোছে মনের শুকনো নালায় নালায়
শীষ কেটে উড়ে উড়ে যায়। সেও কি তোমাকে চেনে !
সে কি জানাবে কিছু তবু অজানা সংযোজনে ? সন্ধ্যায় সন্ধ্যায়
বিপণ্ন আলো হবে আরো একাকিত্ব বিধুর নিঃশ্বাসের সমান !
উৎসর্গঃ তারেক মাহমুদ
লেখক: কবি,সাহিত্যিক এবং সাংবাদিক