Banglar Chokh | বাংলার চোখ

দংশিত শরাব

জেবুন্নেছা জোৎস্না

প্রকাশিত: ০৭:০৬, ১৩ জুন ২০২২

দংশিত শরাব

প্রবাসী লেখিকা জেবুন্নেছা জোৎস্না

দংশিত শরাব

তোমার চোখের ঝলসানো মুদ্রায়

আমার ভালবাসা বেচা-কেনা দায়;

বিষন্ন বিভায়, এ কেমন বিদায়—

তুমি  আসো নাই, তুমি থাকো নাই!

মহামায়ার দুঃখে এ শ্রাবণ পুড়ে

লবণাক্ত হৃদয় হিজল জলাশয়।

 

ভুলে গেছি হাসি, বলতে ভালবাসি-

ভুলে গেছি ঠিক কতো দূর যেতে মানা—

যেখান থেকে ইচ্ছে হলেও ফিরে আসা হয় না।

ফিরে আসা হয় না অসম্পূর্ণের কাছে—

হয় না যাওয়া ফেলে আসা দিনে-

হয় না আমাদের নিঃশ্বাস খুব কাছাকাছি—

নিত্য যারা ভাগাভাগি করে নিতো উত্তাপ!

মন খারাপের দিনে, জেনেছি সুর্য আমায় টানে—

আর আমি যখন জ্বলছিলাম দাউ-দাউ গনগনে 

তুমি তখন অবশিষ্ট বৃষ্টিটুকু নিয়ে গেলে চলে! 

 

হে বৃক্ষ, ফুলকীর জোছনা, বৃষ্টির রংধনু, 

ফিরে আসা পথের পথিক— 

জেনে নাও আমি ভালবেসেছি! 

ভালবেসেছি তার বায়বীয় মেঘ - মন

বুকের গভীরে মরা জল প্রপাত—

নিষ্ঠুর অবহেলার শত খন্ড প্রস্তর!

সে দুঃখ দিলে সুগন্ধি সব যায় মরে —

ওষ্ঠের লালায় মোড়া চন্দ্রবোড়ার দংশিত শরাব-

অসুখের পেয়ালা আমার যেন নীলম্বরী দুঃখ

তাথৈ তাথৈ ভরা সহস্র শতাব্দীর অভিশাপ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়