
নিজস্ব ছবি
ওয়াসিল উদ্দিন গনপাঠাগারের আয়োজনে সাভারের তেঁতুলঝোড়ার হেমায়েতপুর জয়নাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২০ ফেব্রয়ারি সকালে এ তেঁতুলঝোড়া বই মেলায় উদ্বোধন করা হয়। বই মেলা চলবে ২৮ ফেব্রয়ারি ২০২৩ পর্যন্ত।
উদ্বোধনের সময় আমন্ত্রিত অথিথিগন উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
মঞ্জুরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ড.রফিকুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার পৌর প্যানেল মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক মোল্লা।
সভাপতিত্ব করেন সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকরুল আলম সমর।
এসময় অথিথিগন সকলের বক্তব্যে তুলে ধরেছে বই পড়ার অব্যাস গড়ে তুলতে হবে,সোস্যাল মিডিয়া ফেসবুক দেখা কমিয়ে আনতে হবে।