Banglar Chokh | বাংলার চোখ

সাভারে আট দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন 

শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার থেকে

প্রকাশিত: ০৩:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩

সাভারে আট দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন 

নিজস্ব ছবি

ওয়াসিল উদ্দিন গনপাঠাগারের আয়োজনে সাভারের তেঁতুলঝোড়ার হেমায়েতপুর জয়নাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২০ ফেব্রয়ারি সকালে এ তেঁতুলঝোড়া  বই মেলায় উদ্বোধন করা হয়। বই মেলা চলবে ২৮ ফেব্রয়ারি ২০২৩ পর্যন্ত।
উদ্বোধনের সময় আমন্ত্রিত অথিথিগন উপস্থিত ছিলেন।
 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
 মঞ্জুরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ড.রফিকুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার পৌর প্যানেল মেয়র ও সাভার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক মোল্লা।
সভাপতিত্ব করেন সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকরুল আলম সমর।
এসময় অথিথিগন সকলের বক্তব্যে তুলে ধরেছে বই পড়ার অব্যাস গড়ে তুলতে হবে,সোস্যাল মিডিয়া ফেসবুক দেখা কমিয়ে আনতে হবে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়