Banglar Chokh | বাংলার চোখ

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

মহানগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০৮:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

ছবি:সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন লাগার দুই ঘণ্টার মধ্যে বেশিরভাগ দোকান পুড়ে ছাই। পানি স্বল্পতার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলেই স্থানীয় ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।
 
স্থানীয়রা জানান, পাশের একটি ছোট মিষ্টির দোকানে সর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে।

মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুন লাগার পর ৯৯৯ কল দেয়ার পর সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আসেনি। আগুনের সূত্রপাতের দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু ফায়ার সার্ভিস পর্যাপ্ত পানি আনেনি। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বেশিরভাগ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ীরা আরও জানান, এই মার্কেটে পাঁচশ’র বেশি দোকান আছে। এর মধ্যে জুয়েলারি, চাল, প্লাস্টিক, কাপড়, কসমেটিকস, জুতা ও কাঁচামালের দোকান আছে। কয়েক হাজার ব্যবসায়ী এখানকার ব্যবসার সঙ্গে জড়িত। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার কারণেও এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবসায়ী আগুনের খবর অনেক পড়ে জানতে পেরেছেন।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, এই মার্কেটের অনেক দোকানে এয়ার কন্ডিশনার রয়েছে। এয়ার কন্ডিশনার বিস্ফোরণে আগুন আরও তীব্র হচ্ছে। উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। আশপাশ থেকে পানি পাইপ দিয়ে টেনে এনে আগুন নেভোনোর চেষ্টা চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়