Banglar Chokh | বাংলার চোখ

ইউএনবির সাংবাদিক রেইনীর বাবা কাউছার চৌধুরীর ইন্তেকাল

মহানগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

ইউএনবির সাংবাদিক রেইনীর বাবা কাউছার চৌধুরীর ইন্তেকাল

মো. কাউছার চৌধুরী

বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের (ইউএনবি) সহ সম্পাদক কানিজ ফাতেমা রেইনীর বাবা মো. কাউছার চৌধুরী ইন্তেকাল করেছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় নায়ারণগঞ্জের ভুইগরে রূপায়ান টাউনের নিজ বাসাতে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি হার্ট, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। হার্টের জটিলতার কারণে তার ওপেন হার্ট সার্জারিও করা হয়েছিল।

পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও নিজ এলাকায় শিক্ষা সংশ্লিষ্ট নানা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।

মরহুমের প্রথম নামাজে জানাজা সাইনবোর্ড এলাকায় দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় আন্দিউরার গ্রামে আজ বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাউসার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়