Banglar Chokh | বাংলার চোখ

পল্লবীতে সাংবাদিক কলোনির ফ্ল্যাট থেকে সাংবাদিকের অর্ধগলিত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৯, ২১ জানুয়ারি ২০২৩

পল্লবীতে সাংবাদিক কলোনির ফ্ল্যাট থেকে সাংবাদিকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফাইল ফটো

 রাজধানীর পল্লবীতে সাংবাদিক কলোনিতে একটি ফ্ল্যাট থেকে বিপ্লব জামান (৬০) নামে এক সাংবাদিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকালে পুলিশ ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করে। 

বিপ্লব জামান ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।

পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার জসীম উদ্দীন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেখানে বিপ্লব জামান ভাড়া থাকতেন। ওই বাড়ির মালিকও একজন সাংবাদিক। 

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, পল্লবীতে সাংবাদিক প্লটের ৭ নম্বর সড়কের একটি ভবনের ফ্লাট থেকে সাংবাদিক বিপ্লবের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের মেঝেতে তার লাশ পড়ে ছিল। আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার লাশ দেখতে পায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়