
নিজস্ব ছবি
বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত, দু'পাশে হাজার হাজার যান বাহন আটকা পরেছিল। 'গার্মেন্টস মালিক বেতন দিবেনা সেই দায় কি আমাদের?' অসহনীয় যানজটে আটকা পড়ে এভাবে ক্ষোভ ঝাড়ছিলেন পথের যাত্রীরা। শ্রমিকরা পাওনা টাকা পাবে গার্মেন্টস মালিকের কাছে যে কারণে রাস্তা অবরোধ।
বুধবার (২৯ মার্চ) বেলা ৩টার দিকে বকেয়া বেতন আদায়ে উত্তরার জসিমউদ্দিনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশন লিঃ নামক দুটি গার্মেন্টসের প্রায় ১২০০ শ্রমিক। এসময় ওই সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। সড়কের এক পাশে যানজট তেজগাঁও পর্যন্ত অন্যপাশে গাজীপুর পর্যন্ত ছাড়িয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে বেলা ৪টার দিকে সমাধানের আশ্বাস এলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
শ্রমিকরা জানান, বুধবার (২২ মার্চ) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিক ও শ্রমিক এবং সরকারের মধ্যে অর্থাৎ ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা চুক্তিতে দক্ষিণখানের ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশন লিঃ বন্ধ ঘোষণা করা হয়। সমঝোতা চুক্তিতে সিদ্ধান্ত হয়- জানুয়ারি, ২০২৩ মাসের বকেয়া বেতন আগামী ২৮ মার্চ, ২০২৩ তারিখে। ফেব্রুয়ারি, ২০২৩ মাসের বকেয়া বেতন এবং ১২ মার্চ, ২০২৩ তারিখ পর্যন্ত (১ মাস ১২ দিনের বেতন) ১৬ এপ্রিল, ২০২৩ তারিখে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা-২০ অনুযায়ী চূরান্ত পাওনা ও ঈদ বোনাস ২৪ মে, ২০২৩ তারিখে কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করিবে। কিন্তু গতকাল ২৮ মার্চ, শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি। আজ বুধবারেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিতে পারবে না জানায় তাই তারা সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, 'আমি এই থানায় যোগদানের পর থেকেই দেখছি ওই দুটি গার্মেন্টসে বেতন নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। অবশেষে গার্মেন্টস দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকদের পাওনা পরিশোধ হয়নি। জানুয়ারি মাসের বেতনের দাবি নিয়ে তারা এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। মালিক পক্ষের সাথে যোগাযোগ করেছি। মালিক বলেছে আগামীকালের মধ্যে জানুয়ারি মাসের বেতন পরিশোধ করবে। এই আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।'