বিশ্বে ভোজ্য তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বৃদ্ধির কারণে বাজারে দাম কমার প্রভাব পড়ছে না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ডলারের মূল্য বৃদ্ধি ও বিশ্ব বাজারে তেলের দাম কমার বিষয়টি সমন্বয় করছে ট্যারিফ কমিশন।
তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের বলেন, দেশ থেকে ডলার পাচারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার মানুষের কষ্ট লাঘবে কাজ করছে। বৈশ্বিক এই সংকটকে পুঁজি করে প্রতিহিংসাত্মক নয়, গণতান্ত্রিক আন্দোলন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।