Banglar Chokh | বাংলার চোখ

৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন : ধর্ম প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ৬ ডিসেম্বর ২০২২

৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন : ধর্ম প্রতিমন্ত্রী

ফাইল ফটো

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, যাঁদের বয়স ৬৫ পার হয়ে গেছে, এখন থেকে তাঁরাও হজে যেতে পারবেন। তিনি বলেন, ‘করোনার কারণে দুই বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। এ বছর আমরা হজ পালন করতে পেরেছি। এখন থেকে সবকিছু সহজ হয়ে যাচ্ছে।’ 


ফরিদুল হক আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গত ৩৬ বছরে যা সম্ভব হয়নি, তা প্রায় ১৪ বছরে সরকার সম্ভব করছে। সবকিছুতে উন্নয়ন হচ্ছে। শুধু ইসলাম ধর্মের জন্যই নয়, পাশাপাশি বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের আমানত চার কোটি থেকে সাত কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে। বৌদ্ধবিহার, প্যাগোডা নির্মাণ ও সংস্কারে দুই কোটি ৫৭ লাখ টাকা, অসচ্ছল ভিক্ষু ব্যক্তিদের চিকিৎসায় প্রায় ৩৮ লাখ টাকার অনুদান, বৌদ্ধবিহারগুলোতে সাত কোটি ৮৫ লাখ, বৌদ্ধবিহার ও শ্মশান উন্নয়নে চার কোটি ২৮ লাখ টাকা প্রদান করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়