Banglar Chokh | বাংলার চোখ

১০০ কোটি টাকা অনুদান পেল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’

জাতীয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

১০০ কোটি টাকা অনুদান পেল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’

.

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ টাকা হস্তান্তর করা হয়েছে। 

প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করেন। শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধের হাতে 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকার অনুদান তুলে দেওয়া হয়েছে। এ সময় সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ  জানান, যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যারা মারা গেছেন তাদের জন্য এককালীন ও মাসিক ভাতা দেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়