ছবি:সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী দুই বছরে সরকারি খাতে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের অর্থনীতির জন্য এই জনসংখ্যাগত লভ্যাংশের গুরুত্বের উপর জোর দিয়ে আসিফ মূল বক্তব্যে বলেন, মানব সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে তরুণরা।
তারুণ্যকে জীবনের সেরা সময় উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে চাকরিপ্রার্থী যুবকদের কর্মসংস্থানের জন্য উপযুক্ত প্রার্থী হিসাবে প্রস্তুত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
বক্তব্য শেষে উপদেষ্টারা জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত যুব মেলা পরিদর্শন করেন। অনুষ্ঠানে ১২ জন সফল আত্মনির্ভরশীল ব্যক্তি এবং ৩ জন বিশিষ্ট যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৪ দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।