
জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন শেষে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর একটায় মাওয়া প্রান্ত থেকে গাড়িতে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে জনসভাস্থলে উপস্থিত হন তিনি। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
এর আগে বেলা ১২টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাংলাদেশের বিস্ময়কর সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী মঞ্চের বেদিতে বাটন চেপে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। সেখান থেকে গাড়িতে করে পদ্মা সেতু দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান। সেখানে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন এবং মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর জনসভাস্থলে হাজির হন তিনি।
এদিকে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। ভোর থেকে বাস, ট্রাক লঞ্চে করে বিভিন্ন জেলার মানুষ জনসভাস্থলে জড়ো হন।