Banglar Chokh | বাংলার চোখ

’গুমের অভিযোগ’ নিয়ে জবাব জানাতে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২২, ২১ সেপ্টেম্বর ২০২২

’গুমের অভিযোগ’ নিয়ে জবাব জানাতে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের আহ্বান

ফাইল ফটো

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে গত বছর আনা 'গুমের অভিযোগ' নিয়ে জবাব জানাতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের সঙ্গে সংলাপে ওয়ার্কিং গ্রুপের প্রধান লুসিয়ানো হাজান এই আহ্বান জানান।

তিনি বলেন, ভুক্তভোগীদের বক্তব্য জানতে মানবাধিকার হাইকমিশনের সুপারিশ বাস্তবায়নে মনোযোগ দেওয়া দরকার।

গত ১৭ আগস্ট ঢাকা সফর শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক প্রধান মিশেল ব্যাশেলেট বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগের, বিশেষ করে র‌্যাবের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছিলেন।

ব্যাশেলেট বলেছিলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানোর মাধ্যমে এই সমস্যা সমাধানে আগ্রহের প্রতিফলন ঘটাবে।

তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় আইন সংস্কার নিয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, ১৯শে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ ১২৮তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এই সময়ে ওয়ার্কিং গ্রুপ ২১টি দেশের ৬৯৬টি মামলা নিয়ে যাচাই-বাছাই করবে। অধিবেশনে গুমের বিষয়ে যে দেশগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

উৎস: আমার দেশ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়