Banglar Chokh | বাংলার চোখ

করোনায় দেশে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৫৭২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২২

করোনায় দেশে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৫৭২

ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে আরও দুজন। এ সময়ে শনাক্ত হয়েছে ৫৭২ জন। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৩৫৮ জন রোগী।


আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ৬৯০ জনে। আর এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ৮৭২ জন। গত ২৪ ঘণ্টায় চার হাজার ৪১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৪১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়