Banglar Chokh | বাংলার চোখ

ওসমানীতে উড্ডয়নের আগে ফাটল বিমানের চাকা, আড়াই ঘণ্টা পর ফ্লাইট চালু

প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ওসমানীতে উড্ডয়নের আগে ফাটল বিমানের চাকা, আড়াই ঘণ্টা পর ফ্লাইট চালু

ফাইল ফটো

সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা পাংচার হয়ে যায়। এতে করে রানওয়েতে আটকা পড়ে ফ্লাইটটি। এ কারণে বিমানবন্দরে আড়াই ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে।

বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন,বিমানের বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি প্রায় দেড়শ’ যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় একটি চাকা পাংচার হয়ে যাওয়ায় ফ্লাইটটি ওই সময় আর উড্ডয়ন করেনি। পরে যাত্রীদের নামিয়ে আনা হয়।

তিনি জানান- রানওয়েতে ওই বিমানের উড়োজাহাজটি আটকে থাকার কারণে অন্তত ৩টি ফ্লাইট ঢাকা যেতে বিলম্ব হয়েছে। রানওয়ে থেকে উড়োজাহাজটি সরিয়ে নেয়ার পর বিকাল ৫টার দিকে ফ্লাইট চালু হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়