Banglar Chokh | বাংলার চোখ
Tahsan Live in Concert

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে  মঙ্গলবার  ৩১ জানুয়ারী  নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ( ওআইসি ) সদস্যভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূতগন সাক্ষাত করেন এসময় প্রধানমন্ত্রী তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ছবি :সাইফুল ইসলাম কল্লোল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা   মঙ্গলবার  ৩১ জানুয়ারী নিজ কার্য্যালয়ে রংপুর সিটি করপরেশন এর নব নির্বাচিত মেয়রকে শপথবাক্য পাঠ করান, পরে কাউন্সিলর গণ এর শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ছবি :সাইফুল ইসলাম কল্লোল।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ ৩১ জানুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজনে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে মিরপুর ১০ নম্বর গোলচক্কর পর্যন্ত ' পথযাত্রা ’ কর্মসূচি। ছবি:বাবুল তালুকদারের তোলা

অন্যান্য ফটো গ্যালারি


Warning: filesize(): stat failed for xhtml/gen_breaking.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 1

Warning: filesize(): stat failed for xhtml/gen_scroll.htm in /mnt/volume_sgp1_04/banglar46chokhc/public_html/common/scrollBreaking.php on line 31