Banglar Chokh | বাংলার চোখ

ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ

রাজনীতি

প্রতিনিধি 

প্রকাশিত: ০১:২৯, ২৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ইসকন নিষিদ্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ

ছবি:সংগৃহীত

ইসকন নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে ছাত্রদল, শিবির, হেফাজত ও ছাত্রদের সর্বস্তরের জনতা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।

এ সময় ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকনের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘জনে জনে খবর দে, ইসকন রে কবর দে’, ‘দিলি­ না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই’ প্রভৃতি নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান।

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী ইমদাদুল হকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন ত্বাঈন, তৌফিক ওমর, শামীম, শাকিল, মুজাহিদ, নাঈম। আনোয়ারায় সর্বস্তরের মুসলিম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। ফেনীর দাগনভূঞায় সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি সাজ্জাদ হোসাইন ফাহিম, উপজেলা ছাত্রদল সভাপতি সায়মুন হক রাজিব, সরকারি ইকবাল কলেজ ছাত্রদল আহ্বায়ক আমজাদ পারজেল।

ফরিদগঞ্জে সমাবেশে বক্তব্য দেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব আনাস, তুলাতুলি মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসাইন, সাবেক কাউন্সিলর হোসেন গাজী, সাবেক ইউপি সদস্য বাবুল পাটওয়ারী, আব্দুর রাজ্জাক রাকা। দিনাজপুরের হিলিতে বিক্ষোভ করেছে সামাজিক শক্তি নামের একটি সংগঠন। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নেত্রকোনায় খেলাফত ছাত্র আন্দোলন সদর উপজেলার সভাপতি হাফেজ সাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক হাফেজ বিন ইয়ামিনের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে বক্তব্য দেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা গাজী আবদুর রহিম, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরীয়া চৌধুরী হেলিম, জেলা হেফাজত নেতা মুফতি আবদুল বারী, মুফতি হাবিবুল্লাহ খান, মুফতি মাসুদ পাঠান, মাওলানা মোস্তফা জিহাদী, হাফেজ মো. তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসাইন প্রমুখ।

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা বিএনপি সম্পাদক সেলিমুজ্জামান সেলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শাহিন, পৌর বিএনপির সম্পাদক লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম সম্পাদক রাজিব হোসেন কফিল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী শাহিন, মনিরুজ্জামান তরফদার মিন্টু।

নেত্রকোনার কলমাকান্দায় সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবুল হাসেম, মাওলানা উসমান গনি, মাওলানা আলী উসমান যুক্তিবাদী, মাওলানা মোস্তাফা কামাল, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ফারুক, মো. শামীম খন্দকার, শেখ আবু সাঈদ ও মোশতাক খান।

মৌলভীবাজারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবির সাহিত্য সম্পাদক মুস্তাকিম আহমদ, তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভূইয়া, নাকিব আহমদ মাহি, আহবাব আল হামিদি, শাহ মিছবাহ ও আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ঐক্য পরিষদের নেতা মো. রাসেল, ইমরান, সালমান আহমেদ, মো. মনির হোসেন, আনোয়ার হোসন, ফাহিম প্রমুখ। মুক্তাগাছায় সর্বস্তরের তৌহিদি জনতা এবং আব্বাছিয়া কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুরে হেফাজতে ইসলাম তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা মঈনুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি মুফতি মাওলানা সালেহ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলেছ উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম সালমান আহমদ সুজন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দীন রিয়াজ।

গৌরীপুরে সমাবেশে বক্তব্য দেন মুফতি মো. নাজিম উদ্দিন, মুফতি আবু জিনাত, মাওলানা শরিফুল ইসলাম, মুফতি জুনায়েদ আহমেদ, হাফেজ মাওলানা ইমরান হোসেন, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি খায়রুল ইসলাম, মো. আলিম উদ্দিন, আব্দুল্লাহ নূর। বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল করেছে হাজারও তৌহিদি জনতা ও টেক্সটাইল ইনস্টিটিউটির শিক্ষার্থীরা।

সর্বশেষ

জনপ্রিয়