ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৪৭, ৪ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও তিনি সাড়া দিচ্ছেন। বর্তমানে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চলছে চিকিৎসা। এর মধ্যে গতকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চোখ মেলেছেন কয়েকবার।
এর আগে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন।
এর মধ্যে গতকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, খালেদা জিয়া কিছুটা রেসপন্স করছেন, গত ২৪ ঘণ্টায় কয়েকবার চোখ মেলে তাকিয়েছেন।
চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর গতকাল খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা করতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলসহ তার সঙ্গে থাকা চিকিৎসকরা যোগ দিয়েছেন। পাশাপাশি চীনের আরও চার বিশেষজ্ঞ চিকিৎসক রাতে এভারকেয়ার হাসপাতালে যান।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। কিছুটা রেসপন্স করছেন। চিকিৎসক ও পরিবারের সদস্যরা ডাক দিলে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করছেন। তবে তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে।
তিনি জানান, প্রতি রাতেই বৈঠক করে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ড। যেখানে দেশি-বিদেশি অন্তত দেড় ডজন চিকিৎসক যুক্ত হন। লন্ডন ক্লিনিকের বিখ্যাত চিকিৎসকরাও যুক্ত হয়েছেন।
যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসার পর নতুন করে কিছু পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে চিকিৎসায় পরিবর্তন আনা হতে পারে। আশানুরূপ উন্নতি না হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে না বলে জানা গেছে।