Banglar Chokh | বাংলার চোখ

বিএনপির কার্যালয় থেকে ক্রাইম সিনের বেষ্টনী সরিয়ে নিয়েছে পুলিশ

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৬, ৩১ অক্টোবর ২০২৩

সর্বশেষ

বিএনপির কার্যালয় থেকে ক্রাইম সিনের বেষ্টনী সরিয়ে নিয়েছে পুলিশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিনের বেষ্টনী সরিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে এটা সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।


দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান  এ তথ্য নিশ্চিত করেছেন।

হায়াতুল ইসলাম খান বলেন, সিআইডির ক্রাইম সিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে, তারা ক্রাইম সিনের ফিতা খুলে নিয়েছে। তবে, নির্দিষ্ট করে কখন খুলেছে তা আমি জানি না।

কার্যালয়ের চাবি বিএনপির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নে হায়াতুল ইসলাম খান বলেন, চাবি বিএনপির নেতাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজ দুপুর দুটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, ক্রাইম সিন তাদের কার্যক্রম বন্ধ করলেও কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। এখানে বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়ে আছে। বিএনপির কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে রাখা আছে। এসময় বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়