Banglar Chokh | বাংলার চোখ

দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না সরকার : মঈন খান

রাজনীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৩, ১১ নভেম্বর ২০২৩

আপডেট: ২৩:১৬, ১১ নভেম্বর ২০২৩

সর্বশেষ

দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না সরকার : মঈন খান

ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগ  সরকার দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, “সরকারি দল হয়তো মনে করছে, অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারও পার হয়ে যাবে। যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধীদল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে, এখন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়। ২০২৪ এ এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না। কারণ, তাদের অলটারনেট গণতন্ত্রের ফানুস ইতোমধ্যে ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন দেশের ভেতরে বা বাইরে, সবাই প্রত্যক্ষ করেছেন এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছেন, বিরোধীদলের ওপর ক্র্যাকডাউন করা হচ্ছে। তাদের (বিরোধী দল) সংগঠনের ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। একতরফা প্রহসনের নির্বাচনের তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে গণতন্ত্র নয়।’

‘আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়’ বলে মন্তব্য করে মঈন খান বলেন, ‘এই মুহূর্তে সরকার একতরফা তফসিল ঘোষণা করলে পুনরায় এটাই প্রমাণ হবে, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। বরং, একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়। তবে, বাংলাদেশের মুক্তিকামী মানুষ এমনটি হতে দেবে না।’

সর্বশেষ

জনপ্রিয়