ছবি:সংগৃহীত
সরকারের হটকারিতার কারণে গার্মেন্টস শিল্প আজ তছনছ্ হতে বসেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সরকারের প্রেসক্রিপশনে ৭ই জানুয়ারি যে একতরফা প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে তা হবে আওয়ামী লীগের জন্য চিরস্থায়ী গলার কাঁটা। বিএনপি নেতাদের জেলে ঢুকিয়ে সরকার এখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কল্পিত প্রতিপক্ষ বানিয়ে তাঁর ভয়ে কম্পমান। বুধবার বিকালে এবি পার্টির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক।
সমাবেশে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, অবৈধ ক্ষমতা ও গদি আঁকড়ে থাকতে সরকার দেশের বারোটা বাজাতেও দ্বিধা করছে না। সরকারের হটকারিতার কারণে গার্মেন্টস শিল্প আজ তছনছ হতে বসেছে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা ঢাকায় টেনে আনার পাঁয়তারা করছে সরকার। তিনি হটকারী আওয়ামী লীগের হাত থেকে জাতিকে রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণবিপ্লব গড়ে তোলা ছাড়া গত্যন্তর নেই বলে মন্তব্য করেন।
পদযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, আব্দুল হালিম খোকন, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক হাদিউজ্জামান খোকন, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, যুবনেতা অ্যাডভোকেট আলী নাসের খান, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, যুবপার্টির যুগ্ম সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা, সুলতানা রাজিয়া, নারী নেত্রী আমেনা বেগম, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, ফেরদৌসী আক্তার অপি, মহানগর উত্তরের সংগঠক সেলিম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম নান্নু, আব্দুর রব জামিল, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।