Banglar Chokh | বাংলার চোখ

মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫:০২, ৯ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৬:৪৭, ৯ ডিসেম্বর ২০২২

মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস আটক

ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে  গিয়েছে ডিবি পুলিশ। । বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মির্জা ফখরুল ইসলামকে উত্তরার বাসা থেকে এবং  সোয়া তিনটায় মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, রাত পৌনে ৩টায় মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় যায় পুলিশ। রাত সোয়া ৩টার দিকে তাকে গাড়িতে তুলে নেয়া হয়। একই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরা নিজ বাসা থেকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়।  

এর আগে মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজ মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

বাসায় যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘দুই মাঠ পরিদর্শন করেছি। আগামী ১০ ডিসেম্বর যেকোনো মূল্যে সমাবেশ হবে। সারা দেশের নেতাকর্মীদের দ্রুতই সমাবেশের স্থান জানিয়ে দেয়া হবে। স্থায়ী কমিটি ও মহানগর নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব কোথায় সমাবেশ হবে। এরপর চূড়ান্ত স্থান নির্ধারণ সম্পর্কে জানানো হবে।’

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়