
.
নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা নিক্ষেপের উসকানি দেয়ার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানার মামালায় গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, পল্টন থানার মামালায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আমরা আজ বিকালে আদালতে তুলব।
হারুন বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগটা হল, গত ৮ ডিসেম্বর তারা পুলিশের ওপর বর্বরোচিত হামলায়, ককটেল নিক্ষেপে উসকানি দিয়েছেন এবং এর পরিকল্পনা করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা এটা পেয়েছি।