Banglar Chokh | বাংলার চোখ

সুনামগঞ্জে জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩

সুনামগঞ্জে জেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

নিজস্ব ছবি

কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচী হিসেবে সমগ্র  দেশব্যাপী বিএনপি, জামাত সন্ত্রাসীর বিরুদ্ধে শান্তি সমাবেশ করা হয়। সমগ্র দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলে'র নির্দেশে  যুবলীগের  শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।


৪ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখ সকাল ১২.০০ ঘটিকায় জেলা রমিজ বিপনীস্ত দলীয় আ.লীগ কার্যালয়ের সম্মুখে শান্তি সমাবেশটি অনুষ্ঠিত। 


সুনামগঞ্জ জেলা যুবলীগের অন্যতম সিনিয়র সদস্য  সবুজ কান্তি দাসের  সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ উল আলম এর সঞ্চালনায় বিএনপি জামাত সন্ত্রাসের বিরুদ্ধে  শান্তি সমাবেশে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সুনামগঞ্জ  জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা  যুবলীগ সদস্য নুরুল ইসলাম বজলু প্রমুখ। 

বক্তব্যে বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে সরকার ঘটনের জন্য সাথে থাকার আহ্বান জানান। বিএনপি জামাত সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের কে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে।  

শান্তি সমাবেশে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহসভাপতি কাওসার আহমেদ, আজিজুল আলম,   পিন্টু বনিক,  ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, জেবুল মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মৈত্র, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়