
ছবি-সংগৃহীত
নাশকতার তিনটি মামলায় খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম ৪৭ আসামির জামিন নামঞ্জুর করে এই নির্দেশ দেন।
একই সাথে অসুস্থ ও বয়স বিবেচনায় ১৩ জনকে জামিন দেওয়া হয়েছে।
কারাগারে পাঠানো বিএনপি ৪৭ নেতাকর্মীর মধ্যে পাইকগাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, বটিয়াঘাটা থানা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান রয়েছেন।
আদালতসূত্রে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে ওই তিন থানার ৬১ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। গত ২২ জানুয়ারি তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। সেদিন জামিন শুনানি না করে বিচারক এ দিন জামিন শুনানির তারিখ ধার্য করেন। সে অনুযায়ী ৬০ জন আদালতে হাজির হয়েছিলেন। শুনানি শেষে বিচারক ৪৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একজন আদালতে হাজির হননি। বাকি ১৩ জনকে অসুস্থ ও বয়স বিবেচনায় জামিন দেওয়া হয়েছে।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, মামলাগুলোর কোনো ভিত্তি নেই। এগুলো আসলে গায়েবি মামলা। সরকার ঈর্ষান্বিত হয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু যত বাধাই আসুক, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।