Banglar Chokh | বাংলার চোখ

দেশে থেকে বিএনপিকে তাড়াতে হবে: কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৬, ১৮ মার্চ ২০২৩

দেশে থেকে বিএনপিকে তাড়াতে হবে: কামরুল ইসলাম

ফাইল ফটো

বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ যখন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন বাংলাদেশকে পেছনে নেয়ার, উন্নয়ন থামিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। দেশের শান্তি ফেরাতে তাদের (বিএনপি) দেশ থেকে বিতাড়িত করতে হবে।

শনিবার (১৮ মার্চ) সকালে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত ও এই এলাকার ভোটার ১ হাজার ২৪৬ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সিটি করপোরেশন। ওই অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেননসহ আরও অনেকে।

কামরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের সব অর্জনকে তারা (বিএনপি) ম্লান করে দিতে চায়। তারা দেশের শান্তি চায় না, মানুষের কল্যাণ চায় না।  তাদের দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত দেশে শান্তি আসবে না।’

তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক কিংবা অন্য কোনো ধরনের সরকারের দাবি মানারও কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এই সরকার (আওয়ামী লীগ) থাকলে দেশ ভালো থাকে, এই সরকার থাকলে মুক্তিযোদ্ধারা ভালো থাকে। তাই মুক্তিযোদ্ধাদের একমাত্র কাজ স্বাধীনতার পক্ষের শক্তিকে সহযোগিতা করা, তারা যাতে আবার ক্ষমতায় আসতে না পারে সে লক্ষ্যে কাজ করা। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়