Banglar Chokh | বাংলার চোখ

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের  সভাপতি শফিউল্লাহ,সম্পাদক ক্যানে ওয়ান চাক

নুরুল আলম সাঈদ, বিশেষ প্রতিনিধি ,বান্দরবান-কক্সবাজার থেকে

প্রকাশিত: ০১:০০, ১৯ মার্চ ২০২৩

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের  সভাপতি শফিউল্লাহ,সম্পাদক ক্যানে ওয়ান চাক

ফাইল ফটো

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে । সম্মেলনের বিশেষ আর্কষন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয় সম্মেলনের সকল অনুষ্ঠানের শেষে ।
নতুন কমিটিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহকে সভাপতি , বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানীকে সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকালে জেলা আওয়ামীলীগ এই কমিটি অনুমোদন দেয়। শনিবার  সকাল ১১ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত,জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি  উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্মাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। ৫ ইউনিয়নসহ উপজেলার তৃনমূলের নেতা-কর্মীদের অংশ গ্রহনে উক্ত সম্মেলন উৎসব মূখর হয়ে উঠে । উপজেলা আওয়ামীলীগের  সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো: ইমরান সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলাপরিষদ সদস্য ও জেলা
আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ২০১৮ সালের ২মে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মোহাম্মদ শফিউল্লাহ সভাপতি ও মো: ইমরান  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়