Banglar Chokh | বাংলার চোখ

মোংলায় আওয়ামী লীগের গণহত্যা দিবস পালন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:২৮, ২৫ মার্চ ২০২৩

মোংলায় আওয়ামী লীগের গণহত্যা দিবস পালন

নিজস্ব ছবি

মোংলায় ২৫মার্চ কালো রাত ও গণহত্যা দিবস পালন করেছেন আওয়ামী লীগ। শনিবার রাত সাড়ে ১০টায় ১মিনিটের ব্লাকআউট কর্মসূচী পালনসহ রাতেই স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গণহত্যা দিবসের এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,  পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শাহজাহান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিস ইমন, ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল আমিন হোসেন, পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমি লিলা, পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমিন আক্তার, যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক নিপা আক্তার। 
অনুষ্ঠানের শুরুতেই ১মিনিটের ব্লাকআউট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণসহ শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়