Banglar Chokh | বাংলার চোখ

বসুরহাট পৌরসভা ও সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪০, ২৫ মার্চ ২০২৩

বসুরহাট পৌরসভা ও সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব ছবি

 নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ও সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  ২৪ মার্চ  বিকাল ৪ টার সময় উপজেলার সিরাজপুর পি এল একাডেমি স্কুলে মাইন উদ্দিন পলাশ এর সভাপতিত্বে এবং সিয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিকনের সঞ্চনালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল। 

 সম্মেলনে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, সাধারণ সম্পাদক হামিদ প্রমুখ। 

বক্তব্য শেষে পদপ্রার্থীদের সিভি এবং আবেদন ফরম জমা দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তীতে যাচাই বাছাই করে কমিটি ঘোষণা করা হবে এই মর্মে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 

অন্যদিকে বিকেল ৫ টাকার সময় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত বসুরহাট পৌরসভার আওয়ামী ত্রিবার্ষিক সম্মেলনে প্রতিদ্বন্দ্বী না থাকায়, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মাহবুব রশিদ মঞ্জুর নাম ঘোষণা করেন।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়