Banglar Chokh | বাংলার চোখ

টঙ্গীতে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রেস বক্স

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

টঙ্গীতে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব ছবি

টঙ্গীতে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেন কাজী নুরুল আমিন বাবু। শনিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী নুরুল আমিন বাবু বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করায় বিজয়ী কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক তার লোকজন দিয়ে আমার বাড়ী ঘরে হামলা চালায়। তারই ধারাবাহিকতা বিভিন্ন সময় আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি অবৈধ ভাবে অন্যেও জায়গা দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে একজন প্রবাসী।

এতে কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। সম্প্রতি টঙ্গীর শালিকচূড়া এলাকায় একটি মানববন্ধনে অংশগ্রহন করে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছে আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রশাসন ও সরকারের কাছে আকুল আবেদন টেন্ডার বহির্ভুত সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া যে সড়কটি নির্মাণ করা হচ্ছে এর অর্থের উৎস ক্ষতিয়ে দেখা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাজী নাজমুল হক, শিক্ষক জাকিয়া সুলতানা, জয়নাল আবেদীন, ছানাউল্লাহ প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়