Banglar Chokh | বাংলার চোখ

চুয়াডাঙ্গার বড়বাজারে সচেতনামূলক সভা অনুষ্ঠিত

প্রেস বক্স

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

চুয়াডাঙ্গার বড়বাজারে সচেতনামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব ছবি

চুয়াডাঙ্গার বড়বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য ব্যবস্থা ও কৃষি বিপণনের শুদ্ধাচার এবং নৈতিকতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলুর সভাপতিত্বে ও সমিতির প্রচার সম্পাদক এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

বাংলাদেশ দোকান মলিক সমিতি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মলিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম,ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ও বাংলাদেশ দোকান মলিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের জেলা কার্যালয়ের কর্মকর্তা সজিব পাল, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি সহিদুল ইসলাম ভাসা ও সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান আবু।
 

সর্বশেষ

জনপ্রিয়