Banglar Chokh | বাংলার চোখ

সিলেট উইমেন চেম্বারের আয়োজনে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপন 

প্রেস বক্স

প্রতিনিধি 

প্রকাশিত: ২২:২৫, ১৯ নভেম্বর ২০২৩

সর্বশেষ

সিলেট উইমেন চেম্বারের আয়োজনে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উদযাপন 

.

 সিলেট উইমেন চেম্বার এর  কার্যালয়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন সিলেটের নারী উদ্যোক্তাবৃনদ। 
 পরবর্তীতে আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন  এসএমই ফাউন্ডেশন এর প্রশিক্ষক জনাব শামীম আহমেদ । সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় সভাপতির ব্ক্তব্যে  প্রথমেই পৃথিবীর সকল নারী উদ্যোক্তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন , উইমেন চেম্বার যদিও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সর্বদা নিয়েজিত রয়েছেন তথাপি সিলেট উইমেন চেম্বার সমতায় বিশ্বাসী । আর এ লক্ষ্যে  নিয়ে পুরুষ উদ্যোক্তাদের সহায়তা প্রদানে ও কাজ করেছেন। অনুষঠানে উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের সহ সভাপতি, পরিচালকবৃনদ ও  এসএমই ফাউনডেশনের প্রশিক্ষক ফাতেমাতুজজোহরা ও অর্ধশতাধিক নারী উদ্যোক্তাবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়