
ফাইল ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে রওশন আরা বালিকা বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি মোরেলগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২৩ এক সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল সভায় রওশন আরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদারকে সভাপতি ও বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব আ. মান্নান শেখ।
অনুষ্ঠানে মো. আলী আহমেদ গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম হাওলাদার, সাবেক সহ-সভাপতি ভবতোষ কুমার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলী আহমেদ গাজী।