
ফাইল ফটো
বরগুনার পাথরঘাটা উপজেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির কমিটিগঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩/০১/২০২৩) রাত সাড়ে আটটার দিকে ১ নং ওয়ার্ডের সাহা ভবনের চতুর্থ তলায় সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপাল সাহা সভাপতি এবং শাহ আলম চৌধুরী-কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি সহ সর্বমোট ৭২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি মোঃ মাসুম বিল্লাহ,মোঃ ফারুক মৃধা, অমল দেবনাথ, ফিরোজ মিয়া ও সহ সাধারণ সম্পাদক মোঃ সবুর মাস্টার এবং অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নূরে আলম। সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন সহ মোট ৪ জন।
সমিতির সাধারন সভা থেকে অত্র সমিতিতে সদস্যদের মাসিক চাঁদা প্রদান এবং সিন্ধান্ত নেয়া হয় প্রতি শুক্রবার বেলা ২টা পর্যন্ত সকল শাড়ী কাপড়ের দোকান বন্ধ রাখার। সভায় সর্ব সম্মতিতে গৃহীত হয় এবং সেই মোতাবেক মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের প্রধান সড়কে মাইকিং করা হয়।