
নিজস্ব ছবি
সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে জামি’আ ইসলামিয়া মিফতাহুল উলূম মাদরাসা ও এতিমখানার দুই শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সাভার পৌরসভার মধ্য গেন্ডায় মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিউজ টুয়ান্টিফোরের রিপোর্টার নাজমুল হুদা সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার(সাভার) জিয়াউর রহমান জিয়া সংগঠনের সদস্যবৃন্দ,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলসহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। শীতের দাপটে অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য শান্তিতে বসবাস অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে অসহায় শীতার্ত মানুষদের সহযোগিতা করবার। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাভারের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছি, এবং বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।