Banglar Chokh | বাংলার চোখ

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতির পিতা শ্যামলাল গুপ্ত’র ১৫তম মৃতু্যবার্ষিকী

প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতির পিতা শ্যামলাল গুপ্ত’র ১৫তম মৃতু্যবার্ষিকী

ফাইল ফটো

দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দেশ মা সম্পাদক, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু'র পিতা স্বর্গীয় শ্যামলাল গুপ্ত'র আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) ১৫ তম মৃত্যুবার্ষিকী।

২০০৮ সালের এই দিনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চকচকা গ্রামস্থ নিজ বাড়ীতে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন।

স্বর্গীয় শ্যামলাল গুপ্ত'র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির চত্বরে পূজা-অর্চনাসহ শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, স্বর্গীয় শ্যামলাল গুপ্ত দৈনিক কালবেলা পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ীর উত্তর লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রীতা রানী কানু'র শ্বশুর এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশ মা'র যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ'র দাদা ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়