Banglar Chokh | বাংলার চোখ

সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২৩

সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব ছবি

সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দুই শতাধিক  ছিন্নমুল, গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে  শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় সাঁথিয়া প্রেস ক্লাবে মানিক মিয়া রানার সভাপতিত্বে  এবং  আব্দুল  হাই এর পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।

বিশেষ অতিথির  বক্তব্য দেন বেড়া পৌর মেয়র আসিফ সামস রঞ্জন,সাঁথিয়া  উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন,সহকারী কমিশনার (ভূমি)  মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,  উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন , উপজেলা আওয়ামীলীগের সম্পাদক  তপন হায়দার  সান,  মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা  রহমান শিলা প্রমুখ। এ সময় বক্তরা বলেন, এই শীতের সময় গরীব অসহায় ও  দুস্থদের পাশে দাঁড়ানো বৃত্তবানদের নৈতিক দায়িত্ব। তারা  ধনীদেরকে গরীবদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এক্ষেত্রে সাঁথিয়া  পেস ক্লাবের এ মহতি উদ্যোগকে স্বাগত জানান তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়