
নিজস্ব ছবি
সত্য সংবাদ প্রচার করায় সময় টিভির বার্তাপ্রধান মুজতবা দানিশ এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
শনিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাব চত্তরে এ মানব বন্ধনে নেতৃত্ব দেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের ঢাকা ব্যুরোর সাংবাদিক মোজাফফর হোসেন জয়।
মাবনবন্ধনে সাংবাদিকগন অনতিবিলম্বে মুজতবা দানিশ এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবী জানান।
এ সময় অরো বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এশিয়া টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম লিটন, যমুনা টিভির মাহফুজুর রহমান নিপু, চ্যানেল ২৪ এর অপুওহাব, আর টিভি ও সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি'র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ আরো প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।