
নিজস্ব ছবি
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে মোশাররফ-হাসিম প্যানেল-এর মনোনয়নপত্র দাখিল।
০৫ ফেব্রুয়ারী (রোববার) দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আশফাক আহম্মদ এর নিকট মোশাররফ-হাসিম প্যানেল-এর মনোনয়নপত্র দাখিল। প্যানেলের সদস্যরা হলেন-সভাপতি পদে মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইকবাল চৌধুরী, সহ-সভাপতি রফিকুল ইসলাম (বাবু), সাধারণ সম্পাদক হাসিব উদ্দিন আহমদ (হাসিম), সহ-সাধারণ সম্পাদক অভিজিত দে রানা, কোষাধ্যক্ষ জহির উদ্দিন আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য পদে হাজী রফিকুল ইসলাম, মো. তাজিবুল ইসলাম ও সলিল বসাক মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাড. আশফাক আহম্মদ জানান, প্রার্থী প্রত্যাহার আগামী ১০ ফেব্রুয়ারী এবং ভোট গ্রহণ ৪ মার্চ শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে গণনা ও ভোটের ফলাফল প্রকাশ করা হবে। এদিকে মোশাররফ-হাসিম প্যানেলের সদস্যরা সকল ভোটারের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।