Banglar Chokh | বাংলার চোখ

কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি সবুজ -সাধারণ সম্পাদক মাসুদ 

রানা কাদির, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি সবুজ -সাধারণ সম্পাদক মাসুদ 

ফিরোজ আহমেদ সবুজ ও মাসুদুর রহমান মাসুদ

চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে ফিরোজ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান মাসুদ নির্বাচিত হয়েছেন।
 এছাড়া সহ-সভাপতির ২টি পদে বিজয়ী হয়েছেন মফিজুল ইসলাম ও রেজাউল করিম। সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমান।
 নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান চিনিকলের মহব্যবস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টা থেকে কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন শুরু হয় কেরুজ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এ নির্বাচনে ১ হাজার ১৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকাল ৩ টার আগেই ভোট গ্রহন শেষ হয়।  এদিন রাত ১০টার পরে ভোট গণনা শেষ হয়। সভাপতি পদে ফিরোজ আহমেদ সবুজ (ছাতা) প্রতীকে ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি তৈয়ব আলী (বাইসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান (চাঁদতারা) প্রতীকে ৭০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হাসান প্রিন্স (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৬০ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ইকবাল হোসেন, প্রচার সম্পাদক পদে আ.কুদ্দুস, দপ্তর সম্পাদক পদে সালাউদ্দীন সনেট, এবং কোষাধ্যক্ষ পদে আবু সাঈদ হোসেন বিজয়ী হয়েছেন। অপরদিকে ৭টি ওয়ার্ডের ১৫টি পদের বিপরীতে ১৫জন সদস্য নির্বাচিত হয়েছেন। 
 নির্বাচিত প্রতিনিধিগণ দুবছর তাদের দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়