
ফাইল ফটো
শেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি পদে উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসীন আলী আকন্দ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মিল্টন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. মুহসীন আলী আকন্দ। তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে জেলা শিক্ষক সমিতির ৩ বছর মেয়াদী ৬১ সদস্যবিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
এদিকে গত ১৩ মার্চ নবনির্বাচিত সভাপতি মো. মুহসীন আলী আকন্দ ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিল্টনসহ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, মুহসীন আলী আকন্দ এর আগে সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ছিলেন। এছাড়া তিনি জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি এবং বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ বিভাগের যুগ্ম আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।